স্মৃতির জানালা যতই করো বন্ধ
তবু সে আলো দেয়, হয়না অন্ধ
পাগল মন করে চলে হাজার দ্বন্দ্ব
বুক সুরভিত করে সেই ফেলেআসা গন্ধ।  


যারে কোনভাবেই আটকানো যাবেনা
অথচ তারে আর ফিরে কখনো পাবনা;
সে কেন আসে বারবার স্বপনে জাগরণে?
শিকল পরাতে চায় কি উতলা উশৃংখল মনে?