চির বসন্ত বৃন্দাবনে
সেথা মনে মনে বাস করি
সঙ্গী সাথী না পেলেও
নিজে নিজে গান ধরি।


বর্ষায় মেঘ না জমলেও
মনে নাচে বাহারী ময়ূর
শিখী পাখা কেউ বাঁধেনা
আমি শিরে দিই কেউর।


বিসাখা ললিতা আছে পাশে
নাই বা হল কৃষ্ণ প্রেমি
রাধিকা কবে যে ওরাই বলল
ওদের মনে সখী ভাবি আমি।


কদম বকুল সবই ফাঁকা
আমি দেখি মনে "তাঁরে"
মেঘ মুলুকেই বাহার দেখি
কী আনন্দ রস আহারে!!