অসীমের পানে চেয়ে চেয়ে শুধু
অনন্তের খেলা দেখা
তার সাথে স্মৃতি নাচে হৃদ-ক্যানভাসে
ফেলে আসা মধুমাখা।
অন্তহীন তাঁর অনন্ত প্রেম আর স্নেহ,  
নেই নেই ভেবেও কত
হতাশা-রোগে ভুগেও,বন্ধুর পথে চ’লেও
পুষ্প-সুবাস দিয়ে যায় শত।
সবাই চলে যাবে একদিন সময় ফুরালে
তবু চিরানন্দ,উচ্ছল প্রাণ
লক্ষ ব্যথায় ভরেছে বুকের খাত,থামেনি
একবারও জীবন সংগ্রাম।
বিশ্বাস, ভরসা, আকুলতা আর একক-  
মানসিকতাকে সাথে নিয়ে
চলছে অনন্ত,  প্রেম-সুধা-খুধা আর
সৃষ্টির গান গেয়ে।