"অন্ধ জনে দাও আলো"
দীন জনে করো দয়া
দুখীর দুঃখ মোচন করতে
এসো মাগো মহামায়া।


ঘরে ঘরে কষ্ট শুধুই
নেই কোথাও সুখের আলো
সুখী জন থাকল সুখেই
দুখী,দুঃখই পেয়ে গেল।


খাদ্য দ্রব্যের দাম বড় চড়া
রাজা মন্ত্রীর নেই তো হুঁশ  
কুরসি দখলের সময় এলে
ভাষণ তখন সবাই মানুষ।


এই অবিচার দূর করো মা
সুখ শান্তি দাও সবার ঘরে
আমলাতন্ত্র দাও মা তুলে
রাজত্ব থাক জনগনের "করে"।  


(কবিতাটি ব্যঙ্গ ছলে নিলেও নিতে পারেন)