আজ অনেক দিনের পরে
নিবিরত বর্ষা-মুখর ঝড়ে
তোমায় শুধু মনে যে পড়ে
এসো বন্ধু আমার পদ্য-ঘরে।


কতদিন আর লুকায়ে রবো
আজ মনের সব কথা কবো  
আমি নাহয় বৃষ্টি-সাথী হবো
গাইবো মিলন-গান নব নব।


একদিন সবাই নেব বিদায়
ফিরবনা আর জগৎ-জলসায়
জীবন শুধু আসে আর যায়
থাকি পড়ে দুঃখের আঙিনায়।


সুখ আমাদের নিজ হাতে গড়া
সে কভু স্বেচ্ছায় দেয়না ধরা-
একটু ত্যাগে বক্ষ হয় মনোহরা
প্রেম দেয়-  সরস-বরষ ধারা।


আবার এসেছি বন্ধু আমি
মেলব কবিতার আঁচলখানি
তুমি অপেক্ষায় আছ জানি
নাও,কাব্য-আসরের বুকে টানি।