বনে নয়, মনে মোর
মনো পাখি ডাকে
বন্ধু,শুধুই তোমাকে।


বনে নয় মনে আজ
আদি বন্য ধারা
অনিয়মে ভরা...।


সাগরে নয় বন্ধু
নয়নের নীরে....
এসো শীতল সমীরে।


চির সুন্দর হরিতের  
ফুল ফোটা ডালে
অনাদির প্রেম খেলে।  


তরুর পাখির সাথে
বক্ষ-খাঁচায় সে ডাকে
ক্ষণে ক্ষণে তোমাকে।


দশেন্দ্রিয়র সাথে হৃদয়
বার বার শুধু কাঁদে
প্রাচীরের বদ্ধ গরাদে।


নিধু বনে নয় গো
বুকে বাঁশি সাধে
নিশিদিন রাধে রাধে...