তোমাকে দুচোখ ভরে দেখি
আত্মার মাঝে,ওগো অন্তবিহীন!
জানি চলে যেতে হবে একদিন।  


চিরদিনের ঘর বাঁধিনি এখানে
ছাড়তেই হবে এটাই চিরন্তন
শেষদিনে এসো অনন্ত-পুরাতন।


মায়ার সংসারে খেলাও যেন
মেলার পুতুল খেলার মতন
অন্তবিহীনের সুতোর নাচন।


তবু বারবার মনে হয় যেন
‘এক’ অন্তবিহীন আর আমি
স্বপ্নে বলে যায় সেই অন্তর্যামী।


আছো কিনা আছো জানিনা পাশে
অদ্ভুুত শিহরণ পাই নিত্য দিন
মুক্ত কো’র চির মানবজনম-ঋণ।