(একটি বাউল গান লিখলাম, গুরু পুর্ণিমায় তাঁর(পরমাত্মার) কাছে চেতনার আলো মুক্তির আলো প্রার্থনা করে)    


আমি অন্তরীক্ষের পথ খুঁজি
মহাধামের পথ খুঁজি
কে বলে দেবে আমায় তাঁর নিশানা
কত ভাবি... তবু, পাইনা চেতনা।।


সেথায় আছে মনের মানুষ
গেলে পাবো মানেরই হুঁশ
সে ডাকে স্বপনের ঘোরে  
তাঁর ভালোবাসার হাতটি নেড়ে
কেঁদে ফিরি দিবা নিশি  
তাঁর ঈশারা না বুঝি......
আমি অন্তরীক্ষের পথ খুঁজি ।।


গুরুরে..................
ও প্রভুরে...............
আমি তোমার চরণ খুঁজে বেড়াই
পদ তলে দাওনা গো ঠাঁই
গুরু কর্মের পথ কর খাঁটি
প্রভু কষে বাঁধো ধর্মের আঁটি
যেন সম-প্রেমে পূন্য করি
এই ভবের মাটি...
মোহ ছেড়ে তোমার উদার টানে
মন মিলতে চায় আজই......
আমি অন্তরীক্ষের পথ খুঁজি
মহা ধামের পথ খুঁজি ।।