দীর্ঘ শীতল ঋতু কাটে
জানিনা কার অপেক্ষায়
নিঃশব্দ নিঝুম নিশি রাতে
কে যেন বক্ষে হেসে যায়।


তারা ভরা একটা আকাশ
হাতছানি দেয় রোজ সন্ধ্যায়
পুরবী ভূপালী রাগে কে যেন
অন্তকর্ণে গান গেয়ে যায়...


ডালিয়া চন্দ্রমল্লিকার ক্ষেতে
যখন একলা লিখি বিরহ
হলুদ পাখির সাথে ‘বউকথাকও’
বলে কে ডেকে যায় অহরহ!


যদি ‘সে’ মিথ্যে হয় হোকনা,
শুধু অনুভবটাই হোক সত্য
পরমাত্মার সাথে ‘সে’করুক বাস
জীবন হোক ছন্দময় অব্যর্থ ।