ওগো বন্ধু— অসমতলে অনেক হেঁটেছি...  


সকলের কাছে শুধু প্রেম-ভিক্ষাই মেগেছি


অবুঝদের কাছে অনেক আঘাত পেয়েছি


দরাজ হস্তে নির্দ্বিধায় অনেক কিছু দিয়েছি


তারাই অপমান করেছে,সে আঘাতও সয়েছি


অন্যের কাতর কষ্টে কত অশ্রু ফেলেছি......


অবাধ চোখের জলে নিজের বুক ভাসিয়েছি


আজ একটাই প্রশ্ন বন্ধু,খুব ভুল কি করেছি?


ধ্যানী-যোগী হতে পারিনি, তাই বাউল হয়েছি


উত্তর দিও—একতারাটা নিয়ে আজ পথে নেমেছি.....



(আমার সাথে অনেকের ব্যথা-বেদনা প্রকাশ করলাম। মানুষের জীবনে আঘাতই বেশি। অবুঝরা বেশি হটি হয় এবং আঘাতটাও বেশি দেয়। মাঝে মাঝে সেগুলো টেক করতে পারা যায়না। )