সৃষ্টি আমি, স্রষ্টার অভিপ্রায়
স্রষ্টা সুখ দেয় মন-পরীক্ষায়
ভোলা মন মুর্খ বড় তাঁকে হাসায়
সাথে ‘সে’-ও হাসে,পরে অশ্রুতে ভাসায়।


মনরে তুই কেন সারাক্ষণ চঞ্চল!
তোর আসল দাবী তাঁরে খুলে বল
যাচ-নারে সদা জগতের মঙ্গল......    
দেখবি আলোয় তোর পথ ঝলমল।