কাল লিখে যায় কর্মের কথা
তাঁর কাছে রয় সাদা নিরপেক্ষতা
মানবের শুধু পূণ্যেই অক্ষমতা
নেই হৃদয়ে সাম্য আর সমতা।


কালের বিচার যে বড় বিচিত্র
মানব শেষকালে দেখে সে চিত্র
সবুজ মনে চলে কুকর্ম যত্র তত্র
কাল ধরে রাখে সব হিসাব-সূত্র।