আমার আপনার চেয়ে আপনজনরে
খুঁজে মরি আমি আপনার মাঝে
চোখে তাঁরে নাই বা কখনও দেখি
তাঁর পরশ লাগে সকল কাজে।
আপনার চেয়ে আপন যে জন
হাতটি বাড়ায় গভীর ঘুমের ঘোরে
কখনও অপরাধ করে দেয় ক্ষমা
কখনও চুম্বন দেয় মুখটি ধরে ।
মরুহৃদয়ে স্নেহের সুবাস ছড়িয়ে
সে ফুল ফোটায় রাশি রাশি
শুষ্ক রুক্ষ মলিন অধরের কোনে
ফোটায় সুগন্ধি ফুলের মিষ্টি হাসি।
ফেলে আসা দিন বড় সুকঠিন
তাকে স্মরণ না করাই বুঝি শ্রেয়
হৃদ-পিঞ্জরে বাঁধা যে জন, তাঁকে
স্মরি,সে যে প্রিয়র চেয়েও প্রিয়।
হৃদে বিরাজিত সচ্চিদানন্দ আত্মা  
সে যে আপনার চেয়ে আপনজন
মাটির ভূবনে কে আর কাছের!
অতীব দুঃখে কে পাশে থাকে কখন?
ধরার ধূলিতে চাওয়া-পাওয়া খেলা
খুঁজে দেখলাম,আর তো নেই কিছু  
‘সব ঠাই মোর ঘর আছে--’ঘরে
বসে ঘুরলাম সেই ঘরেরই পিছু পিছু।  
হৃদয় যদি তীর্থ না হয়,ঘুরে লাভ কি
জগতের সকল তীর্থ আর বৃন্দাবন ?
হৃদয় তীর্থেই মিলে একাকার হবে
প্রার্থিত সেই,আপনার চেয়ে আপনজন।