দেখো, এই পৃথিবীর কিছু অংশে আমি পাগলের মতো ঘুরপাক খেয়েছি,
কিসের জন্য জানো? একটু ভালোবাসা আর একটা দুটো সহজ মানুষের আশায়---
সামনে কারোকে পাইনি, আমার প্রিয় স্বামী আর একমাত্র কন্যা সন্তান ছাড়া,
সারা আত্মীয় সমাজের লোক শুধু ব্যাবসা করে,
পারলে পাঁচটা নিন্দে করে,
কর্তব্য বা লৌকিকতায় এক ফোঁটা খুঁত হলে দাঁত কেলিয়ে হাসে---
দোষ খুঁজে না পেলে,জোর করে দোষ চাপায়
আন্তরিকতা জানেনা---
প্রেম দয়া দমন সহনশীলতা কর্তব্য ওরা কিচ্ছু জানেনা;অথচ পরের আশা করে--
আমি ওদের সংস্পর্শে আসতে চাইনা, তবু ওরা কেন সম্মুখে এসে ঊলট পূরাণ করে আমার আনন্দের সংসারে?  
ঘাড় ধরে বার করা! শিখিনি যে---


তুমি বোলছ,আবার মানুষ হয়ে জন্ম নিতে?
না না না, আমি কোন রূপেই এই নোংরা জগতের মানুষ হয়ে আসতে চাইনা--
না না, এই পৃথিবীতেই আর আসবো না--
ভালো মানুষ দূরে থাকে,শয়তান চোখের সামনে থেকে অকারণে ধারাল চাবুক মারে,
এমন প্রাপ্তির আর প্রয়োজন কি?
তাই পৃথিবী, বিদায়ের পাত্রখানি এখন থেকেই কাণায় কাণায় ভর্তি করে রাখো,
ধন্য তুমি, ধন্যবাদ তোমার কূটীল হেমলক প্রবণ
সন্তানদের---