(আজ ৯ই আগষ্ট। নাগাসাকি দিবস)  


যুদ্ধ...... তোমাকে আর চাইনা
ধংস...... তোমাকে আর চাইনা
এবার শান্তির গান শূনতে চাই।
যুদ্ধ... তোমাকে দেখেছি বার বার
রক্ত-চক্ষু নিয়ে পৃথিবীর ইতিহাসে...
দেখেছি মারণাস্ত্র মিসাইল নিয়ে মানুষের
শান্তির দরবারে ক্রুঢ় হাসি হাসতে।
তুমি কি দেখনি হিরোশিমা নাগাসাকি
ভয়াল দুর্দমনীয় আর্তনাদ?
বিষাক্ত বারুদ আর যেন না ফেরে
শান্তি-প্রেমের আকাশে বাতাসে......
ফেনিল সাগরের পাড়ে আর যেন না দেখি
অসহায় শিশুকে মুখ থুবড়ে পড়ে থাকতে...
ধংস অনেক দেখেছি যুদ্ধ......  
আজও চলছে তোমার নজরানা...  
আর নয়, আর নয়, এবার শান্তি চাই.....