মন যা করে যায়  
তা কি সব ঠিক!  
না কি বায়বীয় চঞ্চল
জ্বলে নেভে ঝিকমিক!,


আত্মা যা করতে চায়
জানি সব সত্য
গ্রহণের লোক নেই
সবাই-ই অসমর্থ।


চোখ দুটি যা দেখে
জানি নয় ভ্রান্ত
সাক্ষী দিতে গেলে
মানুষ যে ক্লান্ত।


কান যা শুনে যায়
হতে পারে কিছু ভুল
মানবিক ভাবনাতে
সব ভেবেই আকুল।  


ভাবনা হোক এক
বলি ভালোবাসি
কি বেশি চাওয়ার আছে!
সাথে একটুকু হাসি।