সেই সাত সাগরের পারে
ডেকেছিলে মোরে
এসেছিলাম খেলতে ভবে
নেচেছিলাম ভোরে।


শিউলি কদম চাপার বনে
ফুটিয়ে ছিলাম ফুল
ভোমরা পাখি গগন ভুবন
হল খুশিতে টুলটুল।


প্রত্যুষে গান গেয়ে যেতাম
নৃত্য ছিল সন্ধ্যাবেলা
সাদা খাতায় কাব্য লিখে
চলত রাতে স্বপ্নমেলা


হঠাৎ কখন প্রেম এল যে
বুঝতে পেলাম কই!
হৃদ কাননে ফুটল গোলাপ
বুক হল থইথই।  


সাজনা তলায় গাটছড়াতে
পড়ল বাধা মন
অচিনঘরে এলাম চলে
এল মধুচাঁদের ক্ষণ।


ইন্দ্রিয়রা সজাগ হল সব
খুলল বন্ধ দোর
নিশি রাতই হল যেন
চিরতরের ভোর।


এইতো সেদিন এল কানে
"আর কতকাল খেলা!
আয়রে মেয়ে আমার কাছে
ভাসিয়ে ভবের ভেলা"।