ঘুম পাড়ানি মাসি পিসি
রাগ করেছে ভারী
কোথায় তারা হারিয়ে গেছে  
দিয়ে দুয়ো আড়ি?


বর্গিরা সব পথ ভুলেছে
আসেনা আর দেশে
খোকা খুকু ঘুমিয়ে পড়ে
ফোন নিয়ে নিমেষে।


ঘুম চাঁদ আর যায় আসেনা
দত্ত পাড়া দিয়ে
সে পাড়া আজ হারিয়ে গেছে
ফ্ল্যাট বাড়ি বানিয়ে।  


খোকারা আজ মাছ ধরেনা
ক্ষীড় নদীর কুলে
খুকুর চুল আর খোলেনা গো
পদ্ম দিঘির জলে।    


সবাই মোদের টা টা দিল
আর পাবনা জানি
তবুও সেই ছড়ার ছবি
দেয় কেন হাতছানি?