সেদিন আকাশে একাদশীর চাঁদ উঠেছিল
রজত ছটারা কত কথা বলেছিল
তুমি আমার হাত ধরে বলেছিলে "ভালোবাসি"
সেই দিন ফিরে ফিরে আসে
কেউ তো বলে না সেই কথা ভালোবাসি---  
আজ আকাশ নিঃশ্চুপ, বাতাস গম্ভীর  
ফুলেরাও ওই দিনে কথা একটাও বলে না
হংস মিথুন এক সাথে মিলন উন্মূখ হয়ে চলেনা
বিদ্যুৎ এর ঝলক একবার যেন বলে, " দ দ দ, দয়া দান দমন---" কিন্তু কার সাথে!  
মানুষও আজ মন বুঝে চাট্টি ভালো কথা বলতে আসেনা অবসাদময় জীবনে ।


এখানেই যদি সব শেষ হয়, ক্ষতি নেই কিছু
এমন কে আর আছে ডাকবে আঞ্চল খানি ধরে
কে ডাকবে আর বাসর বিছান ঘরে!  
তুমি নাই কি কোনখানে?
পাবনা কি আর সরমে মরমে,ইহ জীবনে?
তবে,"এইখানে শেষ করেন যদি
শেষ করে দিন তাই---"


(আমার জা-এর বিরহ বেদনায় কবিতা টি
লিখলাম। দেবর ভাই তিন মাস হল মারা গেছে)