জগতে বার বার আসা
আর চলে যাওয়া---
মাঝখানে এক বিন্দু
ভাবনায় থাকে সপ্ত সাগর-সিন্ধু।


জন্মের প্রথম আলো দেখার ক্ষণ
হর্ষে মাতে মর্ত্যের প্রিয়জন
সফল হয় যদি জীবন
হাসিতে-হাসিতে হয় মরণ-
কাঁদে সারাটি ভূবন।    


(বার বার পৃথিবীতে এসে মনুষ্য যোনিতে জন্ম গ্রহণ মানে সুখদুঃখের নাগরদোলায় দোদুল্যমান হওয়া। সেই আসা আর যাওয়ার মাঝে একটি বিন্দু সেটা কি! জ্ঞানীরা নিশ্চয়ই বুঝবেন। ভালো কাজ করলে তাকে আর ফিরে আসতে হয়না দুঃখের পৃথিবীতে। শাস্ত্র এটাই বলে......)