((একজন সুন্দর মানুষ কেন খুনি হয়? মাথার বিকৃতিতে। মনবিদ-দের ভাষায় চেতনা -০ডিগ্রি তে গেলে সে নৃশংস হতে পারে। অনেকে নৃশংস হয় বদলা নিতে। সেখানেও ওই
-০ডিগ্রিই কাজ করে। বিচার ঠিক মত হলে আসামীর  
ফাঁসীর আদেশ হয় ।তার মনেও রয়ে. যায় না-বলা অনেক কথা...))


পৃথিবী, আজ এই বিচিত্র দুনিয়ায়
এখন একমাত্র বন্ধু তুমি—
তোমাকেই বলে যেতে চাই আমার আসল
জবানবন্দী, আমার রুদ্ধ শ্বাসের বেদনা।
আমি মানুষ মেরেছি- দেখেছি মৃত্যুর আগে
বাঁচার কী নিদারুণ আকুলতা!
আজ আমারও সেইদিন সমাগত—
উপরওয়ালা আর আর আদালাত কেউই
আমাকে ক্ষমা করেনি্‌......
আমি জানি, ক্ষমা করা যায়না আমাকে।
কাল আমিও কালো টুপির মধ্যে হাত বাঁধা...
ফাঁসুড়ে দড়ি ধরে টান দিলেই-
আমি বাঁচতে চাইব।
পৃথিবী, তোমার আনন্দময় মাঠে
আমাদের মতো পোকাদের বেঁচে-
থাকার কোন অধিকার আছে কি?
দাম নেই মেকী প্রেম আর মানবতার।
বুক উঁচান পৌরুষ আর লাস্যময়ী ভাগ্য
আমাদের মাথা তুলতে দেয়নি কোনদিন।
কেউ কেউ সেটা কেড়ে নিতে চায়—
যে কোন মূল্যে; তারপর একদিন আসে
পশ্চিম-অস্তের পালা। কেউ খোঁজেনা
আমাদের ভেতরের মানুষটাকে;  
বিদায় পৃথিবী--- জানিনা পরের জন্ম
আছে কি নেই!
মানুষ জন্ম আমাদের দয়ার, দারিদ্রতার
পরজন্ম আর.....................!