তুমি কি এখনও বসে আছো প্রিয়তম
কলমটি নিয়ে হাতে?
একটি কবিতাও বানাতে পারোনি
বিরহ ভরা রজনীতে!  
তুমি কি এখনও দেখছ প্রিয়াকে নিয়ে
নানা রঙ মাখা স্বপ্ন?
জানিতো, আমি ছাড়া তোমার উচ্ছল
জীবনটাই এক্কেবারে ভগ্ন।
তুমি এখনও কি মালা কেনো সেই হাঁক
দেওয়া মালীর কাছে?
ফুল মালা শুকিয়ে যাকনা,গন্ধটা তো
আমার কাছেই আছে।
আশার প্রদীপ জ্বেলে রেখেছ তো প্রিয়!
দিওনা আলোকে নিভতে  
সব কাজ সেরে ঠিক আসবই আমি
আলোকিত এক প্রভাতে।