দিবস জামিনী কার আসার
আশায় বসে থাকি জানিনা
না-ও ‘সে’ আসতে পারে
তবু আশা আমায় ছাড়েনা।


পৌষে নবান্ন-সুধা দেব বলে
সাজিয়ে রেখেছি আসন খানি
শূন্যই থাকে তাঁর দামী স্থান
কানে বাজে একই পদধ্বনি।


কাকভোরে পিটুলি দিয়ে দোরে
করি পৌষ লক্ষ্মীর আহ্বান
কুলো সাজাই, শঙ্খ বাজাই
গাই নব আশার নবান্ন-গান।


রোজ প্রত্যূষ দেয় আশার আলো
ভাসে নিকান উঠনের সোঁদা গন্ধ
আমনের ঘ্রাণে, পাখিদের গানে
কেটে যায় ধোঁয়াশার সব দ্বন্দ্ব...