সেই সাঁকোর উপর দিয়ে হেঁটে চলেছি
দুপাশে মাধবীলতা যে আমাকে আঁকড়ে ধরে
অনেক কথা বলতে চাইছে;
তুমি কি শুনতে পাও?
মনে পড়ে সেদিনের কথা! গ্রীষ্মের দহন তপ্ত
দুপুরেও ছিল আমাদের সহাস্য মিলন;
হাত ধরে নিয়ে যেতে বোসদের ঝিলে,
আমপাতা আর লিচুপাতায় ঘেরা আড়াল করা ঘাটে চলত দুজনের জলকেলি--
আমার লম্বা চুল দুই করে জল নিয়ে ভিজিয়ে দিতে ; পালাতে চাইলে দৃঢ় আলিঙ্গনে বাঁধতে আমাকে!


অনেক দিন পার হয়ে গেছে, তূমি আমাকে খুঁজেছ তা আমার অজানা নয়;
বিস্মৃতির করাল অন্ধকারে হারিয়ে যাওনি তুমি,; মনের মুকূরে নিত্য তোমারই ছবি স্থায়ী প্রতিনিধি রূপে বিরাজ করে,
ভুলিনি তোমাকে অশেষ
ভুলতে পারবনা কোনদিন
তোমার অমৃত আহবানে অনন্তর পথ খুলে যাবে একদিন,
সময় হলে এসো, হাত ধোর
অমৃতলোকে নিয়ে যাবার জন্য।