হাসতে ভুলে গেছ কি বন্ধু!
তাই বুঝি বুকে অতো ব্যথা!
হাসো, প্রাণ মন খুলে হাসো
ভুলে যাও কূজনের কটু কথা।


মনে জটিলতার চক্র ঘোরে!
ওটা সহজ সরল করে নাও
দুর্জনকেই অতি অবলীলায়  
নিজের বুকেতে ঠাই দাও...


দানের হাত দরাজ নেই!
আর্তকে সামান্যতম দাওনা!
দান-দয়া-দমন ত্রি-শিক্ষা
ধর্মের আদেশ,ভুলে যেওনা।


প্রেমে আঘাত পেয়েছ অঘাত!
সব ব্যথা ভুলে গিয়ে হাসো
গান শিশু ফুল সমাজ নিয়ে
তামাম জগতের সাথে মেশো।


ভালোবাসা মরে গেছে বিচ্ছেদে!
সেতো সাময়িক কালের জন্য বন্ধু!
ভালোবাসার গোষ্পদ চেয়ে নাও...  
আশা কোরনা একটা বিশাল সিন্ধু...