রবীর শেষ অস্তরাগে
তোমাকে হৃদয় মাগে
এসো নব অনুরাগে
চক্ষু অনিদ্রায় জাগে...।


চলে যে গেছিলে কবে
বলেছিলে ‘দেখা হবে-
আসা আর যাওয়া ভবে
প্রেমটাই শুধু রবে......’।


তোমার সেই বার্তা খানি
হবেনা মিছে তা জানি
অশ্রু মুছি অঞ্চল টানি
মানের লাগি অভিমানী।


প্রেমহীন জগতে যারা...  
তারা সব পেয়ে সবহারা
প্রেম কত বিরহ- মনহরা
তা জানে কি কিছু তারা?  


দিগন্তের সুদূর পাড়ে
রামধনুর রঙ ঝরে
তোমাকে মনে পড়ে
ফেরো প্রেয়সীর ঘরে।