মধু-শীতে এক আবরণে
তোমাকে পেতে চাই একবার
তুমি সীমাহীন সুন্দরময়
চেতনার দৃঢ প্রত্যয়...
ফিরে দেখতে চাই তোমাকে আবার।


ফুটেছে বাহারী সূর্যমুখী
সূর্যের দিকে মুখ তুলে
সূর্যকে নিয়ে সে আছে ভুলে
বসে আছি তোমার পরশের স্বম্বলে।


সতেজ নীলে তাকিয়ে আছি
নীল রোজ হাতছানি দেয়
দুটো চোখ জলে ভরায়
যেতে হবে জানি,তবু বসে-  
থাকি তোমার আশায়...


মিঠেল রোদ উপচে পড়েছে
আমার বিরহী শয্যায়...
একা গলা ছেড়ে গাই গান
ভরাও তৃষিত ক্ষুধিত প্রাণ
পুষ্প-সোহাগ দাও পুরুষোত্তম।