এখন ষষ্ঠীর আলো নিভে
সপ্তমী উঁকি দিচ্ছে আধো আলোতে---
আজকাল মানুষের রুচি বদলে গেছে অনেকটা,
মাইকে হালকা রবীন্দ্রসংগীত বা মহাল৷য়াই শুনি।
শিউলিরা গোসা করে গন্ধ ছড়ায়না  আর;
জোনাক মেয়েকেও দেখিনা পিদিম নিয়ে চলতে,
তবু যেন শিহরণ জাগায় মায়ের হাসি মুখটা।


আমরা কি অল্পে খুশি হয়ে একটু হাসতে পারিনা!
পলিথিনের নিচের মানুষ গুলোর দিকে একটু
সহমর্মিতার দৃষ্টি নিয়ে তাকাতে পারিনা!
সত্যিই পারিনা বন্ধু, তাই আমাদের চাহিদাও
মেটেনা কোনদিন ;
বুকের দীপটা নিজেকেই আলো দেখায়,
অসহায় পাঞ্চজন্য আঁধারেই রয়ে যায় চিরকাল;
বাজেওনা, আলোও দিতে পারেনা অন্য কারোকে।