"তোর আপন জনে ছাড়বে তোরে
তা বলে তোর দুঃখ করা চলবে না--"
কবির এই উক্তি কে কি সত্যিই বারবার মেনে নেওয়া যায়!
কতবার আর আপনকে ছেড়ে দেব, শুষ্ক চোখে বিনা রোদনে?
যে চলে গেছে সে আষাঢ় অবচেতন, সে দেখতে পায়না জীবিতদের আকুল অনুতাপ,
প্রশ্ন, কিন্তু সে কোথায় গেল!
কার কাছে! তার অনুভুতি!
এই প্রশ্নের জবাব আমিও পাইনি, আর যাদের বলছেন ততত্ত্বদর্শী তাঁরাও কি সঠিক জানেন মৃত্যুর পরের রহস্য?
যত গল্প শোনা আর বই পড়া, মনে হয় স--ব গল্প কথা আর ভাইরাল করানর চেষ্টা।


ভগবান বা আল্লাহ নিজ রূপ ধরে মৃত্যু তত্ত্ব বোঝাতে আসলেও আমরা শুনব কি?
চিনতে তো পারবই না,উল্টে বলে দেব,"যান যান আসুন এবার--- "
রহস্য বড় গভীর, গূঢ়, সাধারণ জ্ঞান দিয়ে তাঁকে উপলব্ধি করতে পারবনা,
কেন আসা, আর কেন বারবার যাওয়া?  
এই জন্মমৃত্যুর করাল চক্র থেকে মুক্তি পেতে সাধনার তত্ত্বটিতে কেউ অবগত থাকলে দয়া করে জানিয়ে দিন, আমি আর আসতে চাইনা মেকি খেলা ঘরে----  


(ছ'মাস আগে বড় ননদ মারা গেছেন,তার আগে দেবর,আজ মারা গেলেন স্বামীর আর এক দিদি)