আর কত বাড়বি মানুষ!  
আর কত চাই টাকা?
দেখলি তো জীবন কেমন
এক নিমেষেই ফাঁকা!


আর কত চাই ভালো খাবার!
আর কত চাই সুখ?  
আপন খোশই খুঁজলি শুধু!
এবার দুঃখে ভরা বুক।


আর কটা চাই দামী গাড়ি!
পাথর খোঁচা অট্টালিকা!
সব ফেলে ওই চলে "শব"
বিলাস-ব্যসন মরিচিকা।


হাজার হাজার মরণ দেখে
এখনও যদি না শুধরাস
ওরে মেকি বোকা মানুষ
তোর হবেই হবে শর্বনাশ।    


( পৃথিবীর কিছু দুষ্ট স্বার্থপর লোলুপ মানুষকে
নিয়ে আজকের কবিতা। এই মহামারীর জন্য
এরাই দায়ী)