হতাশ, নিরাশ, তিমিরাচ্ছন্ন জীবনে
মাঝে মধ্যে এক টুকরো স্মৃতি উঁকি দিয়ে যায়।
কখনো খেলার সাথী কখনো ঊষা লগ্নের প্রেম;
ঠিক আগের মতো করে মাততে পারিনা, আগের
মতো করে ভাবতে পারিনা, উৎফুল্লও হতে পারিনা  
তবু সেই দিনগুলো হেসে কেঁদে যায় বিক্ষুব্ধ বুকে ;


জানি, হারান জন্মভূমিকে আর পাবনা  
খেলার বড় মাঠ আর সাথীদেরও খুঁজে পাবনা  
খেলার মাঠ এখন বড় বড় আবাসন-এ ভরা
খেলার সাথীরা কোন ঠিকানায়,তাও অজানাই,
তবু এই শারদ উৎসব এলে এক নাগাড়ে কানে
বেজে চলে ঢাকের সুর------
শালুক, শাফলা, কচুরিপানার মাঝে হাসে মায়ের ছবি, হাসে মায়ের হাসি-----
কল্পনায় দাঁড়িয়ে যায় সেদিনের সাথীরা
কত কথা হয় তাদের সাথে
হাতটা বাড়াই, কই! কেউ নেইতো!
ফাঁকা বুক হাসে আর বলে, কবিতায় ফিরে চলো বন্ধু------