দূরের মধ্যে দূরত্বের সীমা মুছে দাও
খনির নিচে কয়লা ,হীরে তুলে নাও।
বিরহিত জ্বালা জানি অঙ্গারের মতো
হরষিত হৃদয়ে ফুল ফোটাও শত।


মৃত্যুর চেয়ে কঠিন সংসারে বাঁচা
মন উড়তে চায় যে, বদ্ধ রাখে খাঁচা।
শহুরে অভিসার নেই কদম তলা
কল্পনায় প'রো গলে বৃন্দাবনী মালা।


সে দিন সে ক্ষণ চলে গেছে কোথা কবে!
তবু প্রেম ভালোবাসা ইতিহাসে রবে।
বকুল তলা কাঁদে রাধে মাধব বলে
মহাজন মাতে রোজ হরি হরি বোলে।


প্রেম পবিত্র হোক হেম নিয়ে হৃদয়ে
অভিসার চলুক মানবতা জাগায়ে।  


(রবীন্দ্র-চতুর্দশপদী সনেট)