আয় বৃষ্টি তপ্ততা আর অনাসৃষ্টিকে মাড়িয়ে
আয়, তুষ্ট কর ঝর ঝর বরিষণ ঝরিয়ে।
আয় বৃষ্টি রিমঝিম নূপুরের ধ্বনি বাজিয়ে
আয়, কদম-বকুল তলার মনকে নাড়িয়ে।
আয় বৃষ্টি দহনের অসহনীয় জ্বালা জুড়িয়ে
আয়,অশান্ত মনে শান্তির সুধা-জল ছিটিয়ে।
আয় বৃষ্টি দলিতের বেদন-কান্না-বারী মুছিয়ে
আয়,ঝরা পুষ্পকে আবার কানন মাঝে ফুটিয়ে।
আয় বৃষ্টি দীনের জীর্ণ টিনে শীতলতা ভরিয়ে
আয়,আমাদের সব ভুলকে একনিমেষে ধরিয়ে।