আয় ফুরফুরে করি মনটা
হাসি খুশির মিলন ঈদে
এতো কি ভাবিস বন্ধু!
ঠান্ডা বাতাস লাগা হৃদে,


আয় হাতে হাত মেলাই
আমরা সবাই শুধু মানুষ
মিছে ধর্মের ধ্বজা উড়িয়ে
কেন ভুলিস মানের হুঁশ?


দ্যাখ খোদা ঈশ্বর গড
কোন কিতাবে আছে ভিন্ন!
তাঁরা সকলেই এক সাথে
আমাদের সুহৃদ মনটাই বন্য।


ধর্ম! যা ধারন করেছি;
তাঁকে পাবার নানা পথ
খামাখা দ্বন্দে হারায় রোজ
স্বর্গীয় সচেতন সব মনোরথ।


আয় বন্ধুরা খুশির ঈদে
একটি পণই করি দোয়া
মিলব আমরা সবাই মাটিতে
কিসের’জাত জালিয়াতের জুয়া’?