বুকের জানলা খুলে রই,
হৃদয় খিড়কী বন্ধ আছে
প্রেম বানে মনটা থইথই।


দারুণ বাদল ধরার রাত,
বিরহে সরে ঘড়ির কাঁটা
প্রেমানলে কাতর বরাত।


এমন বাদল বেলার কথা,
ভিজেছিলাম তার সাথে যে
সে ক্ষণ কাব্যে আছে গাথা।


মধুবনের কদম তলার ঘাট,
জলোচ্ছাসে মিলন হাস্যরসে  
খুলেছিল কামেন্দ্রিয়র হাট।


আমার মতো বৃষ্টি ভরা শরত,  
অভিমানে কাশ শিউলি দিল
অগমনি আর শুভ্রতাকে ফেরত।    


  
(আমি আজ বহুদিন এক ভয়াবহ অসুখে ভুগছি।
আজ আর কবিতা না লিখে পারছিনা।  ভুল মার্জনা
করবেন)