নীল আকাশে কালো মেঘ জমে    
আঁধার আরও ঘনো হয়ে আসে
বৃষ্টি নামবে একটু পরেই,তোমার
স্মৃতি নিয়ে একলা আছি বসে।


তুমি ফিরে আসবে কি! না-কি
করবে আমার প্রেমকে অবহেলা!
ওই দেখ বৃষ্টি এলো ঝমঝমিয়ে
বিরহে কাটে আমার বাদল বেলা।


মন-যাচঞার সাথে আকাশ ডাকে
বিদ্যুৎ-আলো চমক দিয়ে যায়  
এই প্রাণটা নেই ধরে শুধু, ঢেউ-  
খেলিয়ে তোমার মনে প্রানে ধায়।


ভয় দেখায় বজ্রশিখা আগুনে আর
উথাল-পাথাল মাতাল করা হাওয়ায়
নরম মোমবাতিটা দপদপিয়ে ওঠে
আমার বুকের দীর্ঘশ্বাস বওয়ায়।


প্রতি বছর এমন ক্ষণে পড়ে মনে  
ফেলে আসা বাদল বেলার স্মৃতি
হয়তো তুমি সব ভুলে গেছ প্রিয়  
পরিনত মনে আজ সবই বিস্মৃতি।  


স্মরণে আসে প্রিয়তম ওই যে সেই-  
ফেলে আসা মিষ্টি বাদল বেলা !
আমার কিশোরী গলায় পরিয়েছিলে  
গন্ধে ভরা বকুল ফুলের মালা?