সামনে বয়ে চলা ইছামতীর কলধ্বনির গান
শুনতে পাও কি তুমি?
শোন কি নীলে উড়ে যাওয়া বলাকাদের
পাখালীর মৃদু ধ্বনি?  


দেখেছ কি বসন্ত-ফাগুন ঢেলেছে তার রঙ?
কেমন হাসছে হরিত বন!
হাসি-কান্নার দুলছে আমার মন
চাই হারান প্রেম রত্ন ধন।    


ওপারে খুঁজে চলেছ স্বপ্নে জাগরণে আমাকে  
আমিতো নিত্য দেখি তোমাকে
শীত শরত ফাগুন বৈশাখে
হলুদ রাধাচূড়ার ফাঁকেফাঁকে।


সাঁতার জানতো, এসোনা সাঁতরে এপারে
সুর তুলি দুজনে সেতারে
নাহয় আমিই যাবো ওপারে
কে বাঁধবে মেকি কাঁটাতারে?


এজীবনে থাকনা কলঙ্ক অবৈধ প্রেমটির
মিঠে স্বপ্ন আলো দিক ঘুমটির    
খুঁজছ কৃষ্ণচূড়া!মাথায় দেবে মেয়েটির?
আমিও অপেক্ষায় থাকি বাইশের ছেলেটির।