বন্দী আমি চিরকালই
চার দেয়ালের মাঝে
কাব্য লিখে বই পড়ে
দিন কেটে যায় কাজে।
ঘরই আমার ভালোবাসা
নয়কো রাস্তা ঘাট
শুদ্ধ বাতাস নেই কোথাও    
নেই খোলা হাট মাঠ।  
কার সাথে বোলব কথা!
ব্যস্ত সবাই ফোনে
তাই রান্নাবাটি খেলা নিয়ে
থাকি ঘরের কোণে।
বন্ধু, যদি হয়গো সময়  
খোলা রেখো মন
তোমার সাথে বোলব কথা
অদৃশ্যে সারাক্ষণ।