(২৮শে এপ্রিল বাংলা কবিতা আসরের
সন্মেলনে এই কবিতাটি আবৃত্তি করেছিলাম।
সব কবিদের পড়াবার জন্য এটাই পোষ্ট করলাম)


যখন কিছুই আর ভালোলাগেনা
আপন লোককেও মনেহয় পর
তখন তোমায় মনে করি—
হায়...বাংলা কবিতার আসর।


যখন বিদ্ঘুটে গরমে আর ঘামে
গা হয় জ্বালায় জর জর...
তখন তোমায় মনে পড়ে
প্রিয় বাংলা কবিতার আসর।


পৃথিবীর মানুষ গুলো তো-
আজ প্রায় সবই স্বার্থপর...
তুমিই চাওয়া-পাওয়া হীন
হায়... বংলা কবিতার আসর।


একদিন আমি তো চলে যাবো
জগৎ প্রকৃতি থাকবেই চির মনোহর
ভালোবাসায় ভরিয়ে দিলাম তোমাকে
প্রিয়তম বাংলা কবিতার আসর......