বাহার আমায় ডাক দিয়েছে
মাততে সকালবেলা
কৃষ্ণচূড়া বলে কানে
গাঁথতে মিলন মালা।
আকাশ চুপি বলল কথা
নীলের সাথে মিশতে
বক পারাবত বুঝিয়ে দিল
তাদের সাথে উড়তে।
দখিনা বাতাস গায়ে এসে
গাইল কত গান
কুহু কোকিল  হঠাৎ এসে
ভরাল মন প্রাণ।
সবাই বসল মিলন মেলায়
প্রিয় এল কই!
বসন্ত- সুখ সভায় বসেও  
চোখ দুটি থইথই।    
তবু আশায় বসে থাকি
আশাই জীবন সার
আসবে প্রিয় মনটা বলে
রাখছি খুলে দ্বার।