(চতুর্দশপদী কবিতা)


লাল মাটির পাহাড়ে আজ হরেক ফুল
পাখিদের কুজনে বিষাদ হেরি বড়,
কারা যেন হারিয়েছে নিজ গৃহ কূল!
পারিনা সইতে বন্ধু, বুক কাঁপে থরথর।
লাল মাটির পাহাড়ে ওদের ছিল বাস
গাছ কাটার অভিলাষে ওরা বিতারিত
ছেলে কাঁধে মা কাঁদে চোখে সর্বনাশ
দোরে দোরে ঘুরে ওরা হয়েছে পতিত।


এমন ধংস লীলা আর কতকাল?
রাজা থেকেও বিচার নেই যে দেশে,
সে দেশের কুর্সি হবেই টালমাটাল
সবাই আস্থা হারায় আশাহীন আশ্বাসে।  
ধুকে ধুকে মরে যায় অসহায় লোক
রাজা থাকে রাজ-হালে নেই তাঁর শোক।