দেখো  বসন্ত আবার এসেছে
কৃষ্ণচূড়ায় লাল কুঁড়ি পাপড়ি মেলছে
কিন্তু তুমি আমার পাশে নেই---
কবিতা আসে, কলমও হাসে, কিন্তু আগের
মতো করে আর লিখতে পারিনা।
আচ্ছা এমন একটা ঝড় উঠতে পারে তো-
যে ঝড়ে তোমার আমার জায়গাটাই শুধু ওলোটপালোট হয়ে যাবে,
আর আমরা দুজনে মিলে যাব ঠিক
আগের মতো করে----


হা হা হা, জানি এসব কিছুই হবে না, আর আমাদের
মিলনও কোনদিন হবেনে---
কথায় বলে, "আশায় বাঁচে চাষা', আমিও সেই
আশা নিয়ে আজও প্রতিটি প্রহর গুনে চলি---
তুমি ফিরে এসো বা না এসো, আমার প্রেমাতুর  মনের মন্দিরের আরাধ্য তুমিই---
কোকিলটা আজ বড্ড একা, তাই ডেকেই চলছে
ঠিক আমার মতো নিঃসঙ্গ হয়ে----


(আমার সম্পর্কে এক ভাই ডিভোর্সি।সে ভুলতে পারেনি তার স্ত্রী কে। তার মনের কিছু কথা অনুভবে কবিতায় রাখলাম)