আমার কোন অতীত ছিল!  
আমার কোন ভবিষ্যৎ আছে কি!
আমি শুধু বর্তমানে বিচরণ করি...
অতীত কাঁদায়; ভবিষ্যৎ বড্ড ভাবায়...  


আমার অতীত ছিল সেই দিন
যখন ‘’সে’’ আমাকে ছুঁড়ে দিয়েছিল
আমার মায়ের অসহায় কোলে...
লড়াই করে বেঁচে উঠেছিলাম...  

ভবিষ্যৎ হবো সেইদিন......  
ঠিক আমার মৃত্যুর পর;
এক নতুন জন্মান্তরে......    
আমার লোহিত কণিকার দ্বিবিভাজনে.....    


(যারা বাস্তুহারা হয়ে পথে পথে ঘুরে বেড়ায়
আর যে শিশু মা-বাবাকে জিজ্ঞাসা করে রোজ
'আমাদের বাড়ি কোথায়'??
তাদের জন্য নিবেদিত কবিতাটি)