এই মুখর মধু-বাদল দিনে তোমার
সাথে মজা করে ভিজতে ইচ্ছে করে
আর কতকাল থাকবে তুমি ভবঘুরে?


আষাঢ়ের আহূত প্রবল বৃষ্টিরা আমাকে
কেন যে এমন পাগল করে জানিনা...
লক্ষ্যে অলক্ষ্যে ভেজায় বুকের আঙিনা।


অনেক ওঠানামা উত্থান পতনের মাঝেও
একবারও ভুলে যাইনি সেই সুরের বীণ
তুমি গাইতে’’এমনই বরষা ছিল সেদিন’’।


আজ যা তোমার ভালোলাগে কালই সেটা
জানিনা কিকরে হয়ে যায় পরিবর্তনীয়!
ফিরে এসো,বৃষ্টিকে করি আরও আকর্ষণীয়।