সেদিনের সেই ভাদরের অমানিশা
বুকে তুলেছিল অদ্ভুত এক নেশা
টিপটিপ মৃদু মধুর মলয় বরষা
নিবিয়েছিল কোমল মোমটি সহসা।


মনে পড়েকি এতকাল পরে আমাকে?
সিক্ত কদম রেখেছি দেবো তোমাকে।
তীর সম লাগে গায়ে বৃষ্টির কণাকে
আবছা আলো মাখা দেখি ক-জনাকে।


‘হায়! তুমি নাই বলে আজ রাতে’
ব’লে কাঁদি নাকো নিরালা নিশিতে
মন বায়ু-সম, পারে হাসাতে কাঁদাতে
কলমটা জাগায় কবিতার আসরেতে।


পাঁচশো রজনীতে কাব্য লিখেছি চারশত
একশো রজনীতে কেঁদেছি ক্রমাগত...
তুমিই নিঃসঙ্গ জীবনে একমাত্র আহূত
উপল-জীবন করো পুষ্পের মতো...।