এইযে বার বার বলি, ‘ভালোবাসি ভালোবাসি’
তাতে ভালোবাসা আদৌ কি বেড়েছিল?
না-কি অন্য রঙ মেখে কমেছিল?
সেতো কতকাল আগে কোন যমুনার তীরে
বা আরব্যরজনী-তেও ছিল একদিন।
যুগান্তর ব্যাপী ভালোবাসার নব নব উদ্বোধন
হয়ে চলেছে তামাম বিশ্ব বা ত্রিভুবন ধরে।
পুরাণেও ভালোবাসার রঙ-বাহার কম ছিলনা;
সে গল্পের সাক্ষী ‘ভারত প্রেম কথা’...    
সুললিত মধুর প্রেমে তখন ফুল ফল গাছ অনন্ত
আকাশ বাতাস মাটি জল সবাই হাসত...  
হয়তো গল্প, নয়তো অদৃশ্যমান অনুভূতির সূক্ষ্মস্পর্শ
অনুভূত হয়নি কারো, প্রেমের চরম মাত্রার কালে।    
ওঁরা আজও হাসে কিছু পূত প্রণয়ের রঙ দেখে
ভালোবাসার উদ্বোধন হয়েই চলেছে সেই নব রূপে
আর অপেক্ষা করে চলে অনন্তের হাসির আশায়
কিছু ভালোবাসা লেখা হয়ে থাকে কবির কবিতায়।