তোমার এই নিবিড়াচ্ছন্নতা-কে ভেদ করে
আমার আত্মা যদি মুক্ত হয় এক্ষুনি;
পারবে নির্জল চোখে আমাকে বিদায় দিতে?


তোমার শেখান দরবারী বা যোগিয়া রাগের
ভজন গাইতে গাইতে যদি চলে যাই;পারবে গাইতে-
‘মেরে মাতিয়া হারি হারি হারি গুন গাও...’?


একতারাটা হাতে নিয়ে গ্রামের মেঠো পথে পথে
‘আমি কোথায় পাব তাঁরে’ গেয়ে যদি নীরব
হয়ে যাই;পারবে একতারাটি হাতে আর নিতে?


গন্ধরাজের গন্ধে ভরা হেমন্তের আকাশের নিচে
তারা গুনতে গুণতে যদি তারা হয়ে যাই;
পারবে অনন্তের কাছ থেকে আমাকে ফিরিয়ে আনতে?