আজ তোমার বিদেহী আত্মা বেরিয়ে গেছে
নশ্বর শরীর থেকে; তুমি এখন চিকিৎসা মতে মৃত,
কিছু লোক বলছে, ‘ওকে ছুঁয়োনা,ও অশৌচ’...
আর যখন তুমি উঁচু ডালে উঠে আমাকে ফুল পেড়ে দিতে;
যখন বায়না করতাম এক্ষুনি বেড়াতে যেতে হবে বলে;
যখন একা কাঁদতাম ‘মা মা’ বলে,তুমি এসে বুকে জাপটে
ধরতে ‘আমি আছি যে তোমার পাশে’...
তখন তুমি শৌচ পবিত্র ছিলে তাইনা!
তাদের জন্যও তো করেছ কত মহান কাজ...
সাদা কাপড় আর গুরুদশা মেনে মৃত্যুর পর কারোকে
সম্নান জানান যায়না; এটাই  আসল শাস্ত্রের সার।
কিছু মানুষ হাসি মুখে সমাজে সংসারে কাজ করে নীরবে চলে যায়,
তাঁদের কীর্তিকে কজন আর মনে রাখে প্রিয়তম?


আজ তোমার নশ্বর দেহকে বিদায় জানালাম অল্প চোখের জলে
জানি, তুমি 'অমর' শুধু আমার কাছে...
তোমার মিঠেল স্মৃতিকে নিয়ে কাব্য রচে যাব
যতকাল থাকব স্বার্থপর দুনিয়ার মাঝে...


(পাড়ার এক মৃত ব্যক্তির দেহ জড়িয়ে
তার স্ত্রীর কান্না দেখলাম কাল। বড়
বেদনাদায়ক দৃশ্য!)