[অতীব আবেগ ভরা কিছু প্রাচীন ভাষা
রইল কবিতাটির মধ্যে ]  


আজ আমি যদি ঘুমিয়ে পড়ি
তুমি জাগিয়ে দিও আমাকে
আজকের বিদায় রজনীতে
ভালো করে দেখব তোমাকে।
দেখবে যখন শিশির ঝরছে
গাছের প্রতিটা পাতায় পাতায়
তুলে রেখ কিছুটা,মাখাব তোমার
মুখে আরও সুন্দরের আশায়।
আমার যা কিছু কঠিন আছে
তোমার পরশে হয়ে যাবে হেম  
আজ রজনী পোহালেই বিদায় নেব
চির বিকশিত রবে আমার প্রেম।
নিঠুর প্রভাত আসছে গো প্রিয়া
আসছে দুজনার দূখের সীমানায়
ও নয় দরদী ভুঝবেনা,ছাড়ব দুজন
দুজনকে কী ভীষণ বিরহ বেদনায়!
যদি তোমার ঘুম এসে যায় নীল
সাগর-ঘন উদাস দুটি ডাগর চোখে
দেখ ঘুম ভেঙে, চুম্বন এঁকে দিয়ে
গেছি, কমল সম মিষ্টি-মধুর মুখে।