চতুর্দোলায় বা পিসহেভেন-য়ে
চলে পরিচিতের নশ্বর মরদেহ
কেহ কাঁদে, হরিহরি বলে কেহ
শূন্যে অনন্ত বলে,’বাহ বাহ বাহ’!


অনন্ত তাঁর কাজ করে চলে
আমি মিছে মরি ভেবে ভেবে
‘সে’ যা ভাববে তাই-ই হবে
‘সে’ যা রাখবে তাই শুধু রবে।


চোখের জলে আসবেনা ফিরে স্বজন
আমরাই কেঁদে কেঁদে বলি আপন
দুদিনের ধরায় আগমন-প্রত্যাগমন
কে এড়িয়ে যাবে অমোঘ কালের নিয়ম?